প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সহিংসতা এবং মেগা প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতির অভিযোগ।
ছাত্র আন্দোলন চলাকালীন সরকার পুলিশকে সরাসরি সহিংসতার নির্দেশ দেয় বলে অভিযোগ উঠেছে, যার ফলে শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারায়। এই সহিংসতাকে ‘গণহত্যা’ হিসেবেও আখ্যা দেওয়া হচ্ছে, এবং এ নিয়ে একাধিক মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে, যাতে তার বিরুদ্ধে এই অভিযোগগুলোর সুষ্ঠু বিচার করা যায়।
ররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাদের অবস্থান সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য সংগ্রহের চেষ্টা করছে। মোট ৪০-৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এবং এদের মধ্যে কয়েকজন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে।

previous post