লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ সম্প্রতি এক বক্তব্যে আওয়ামী লীগকে গণগত্যার দায়ে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।
কর্নেল অলি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করেছে। দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের রাজনীতি করার অধিকার নেই।
ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু হয়েছে। প্রথমে সংলাপে অংশ নেন ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের একটি নয় সদস্যের প্রতিনিধি দল।
এই দফায় সংলাপে অংশগ্রহণের জন্য বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় পার্টি-বিজেপি (পার্থ), ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি এবং আরও কয়েকটি দল।
এই সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতামত শুনে জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করা।
তবে এবারের সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি।