বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ব্রিকস (BRICS) সম্মেলনে অংশ নিতে আগামী মঙ্গলবার রাশিয়ায় যাচ্ছেন। এই সম্মেলনটি ২২ থেকে ২৪ অক্টোবর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হবে। ব্রিকস জোটের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সম্মেলনটিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ সৃষ্টি হবে।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গত মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে অ্যামেরিকায় যান। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করেন এবং সেই সফরের সময় ওয়াশিংটনে গিয়ে পররাষ্ট্র দপ্তরের বেশ কিছু জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।
এ ধরনের বৈঠকগুলো বাংলাদেশ ও অ্যামেরিকার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে ছিল। পররাষ্ট্রসচিব হিসেবে তার দ্বিতীয় বিদেশ সফর হচ্ছে রাশিয়ায়, যেখানে তিনি ব্রিকস সম্মেলনে যোগ দেবেন।
রাশিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ২৪ অক্টোবর ব্রিকস সম্মেলনের কর্ম অধিবেশনে বক্তৃতা দেবেন।

previous post