এ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদচ্যুত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে এক গণজমায়েতে এ দাবি জানান আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে এ গণজমায়েত কর্মসূচি পালন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা কমিটির (স্বারক) সমাবেশে রাষ্ট্রপতির অপসারণের পাশাপাশি আরও কিছু দাবি উত্থাপন করা হয়।
এ সপ্তাহের মধ্যে বিক্ষোভকারীরা ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান। ১৯৭২ এর সংবিধান বাতিলের দাবিও বিক্ষোভকারীরা করেন।
এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দাবি ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে এ সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে। অভ্যুত্থান ও জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এ সপ্তাহের মধ্যে নতুন করে প্রোকলেমশন অব রিপাবলিক ঘোষণা করতে হবে। এবং সেটির ভিত্তিতে এবং বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক বলয়ের মতের ভিত্তিতে ২৪ পরবর্তী বাংলাদেশ পরিচালিত হবে।’
আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সবশেষ তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণার দাবিও জানান হাসনাত। তিনি বলেন, ‘গত যে তিনটি নির্বাচন ছিল ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন, এই তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এই তিনটি নির্বাচনে অংশ নিয়ে যারা সংসদ সদস্য ছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তারা যেন ২৪ পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হতে না পারে এবং নির্বাচন অংশগ্রহণ না করতে পারে এজন্য আইনি ব্যবস্থা নিতে হবে।’
previous post