পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় চলমান যুদ্ধের বিষয়ে ইসরায়েল সফরের সময় মন্তব্য করেছেন যে, এখনই যুদ্ধের সমাপ্তির জন্য সঠিক সময়। তিনি ইসরায়েল সফরের শেষে বলেন, ইসরায়েলের সামরিক বিজয়কে একটি টেকসই কৌশলগত সাফল্যে পরিণত করার জন্য এটি একটি উপযুক্ত সময়। ব্লিঙ্কেন জোর দিয়ে বলেন, যুদ্ধ বন্ধ করা, জিম্মিদের মুক্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে কী হবে সে বিষয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর, ব্লিঙ্কেন এই মন্তব্য করেন। সৌদি আরব সফরের উদ্দেশ্যে ইসরায়েল ছাড়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন, যা মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিনের গাজা ও লেবাননে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে মধ্যপ্রাচ্য সফর করছেন। তার এই কূটনৈতিক সফরের একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল সৌদি আরবে পৌঁছানো, যা সম্পন্ন হয়। তবুও তার সফরের সময়ও অঞ্চলটিতে সহিংসতা বন্ধ হয়নি।
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল এবং লেবাননের বন্দরনগরী টাইরে ব্যাপক হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে তারা তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে রকেট ছুড়েছে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এক বছরের মধ্যে এটি তার ১১তম মধ্যপ্রাচ্য সফর। এই সফরের অংশ হিসেবে তিনি সম্প্রতি ইসরায়েল সফর করেছেন এবং ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েল সফর শেষে গতকাল বুধবার তিনি সৌদি আরবে পৌঁছান।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা বন্দরনগরী টাইরেতে গতকাল বিরামহীন হামলা শুরু করে ইসরায়েল। এর আগে বাসিন্দাদের ওই শহর ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখান থেকে লাখো মানুষ অন্যত্র পালিয়ে যান।
মৎস্যশিকারি, পর্যটকদের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষীদের অবকাশের স্থান হিসেবে দক্ষিণের এই শহর সব সময় সরগরম থাকে। লেবাননের দক্ষিণ সীমান্তে এই শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়েছে; কিন্তু চলতি সপ্তাহে শহরটির বিস্তৃত এলাকা খালি করে দিতে নির্দেশ দেয় ইসরায়েল। এই নির্দেশের আওতায় সেখানকার প্রাচীন দুর্গও রয়েছে।
লেবাননের কিছু নাগরিকের আশঙ্কা, তাঁদের দেশের অবস্থা শেষ পর্যন্ত গাজার মতো হবে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৪২ হাজারে বেশি মানুষ নিহত হয়েছেন। ছোট এই উপত্যকার বেশির ভাগই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে হত্যা
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে হত্যার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। গত মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে প্রায় সপ্তাহ তিনেক আগে বিমান হামলা চালিয়ে তারা সাফিউদ্দিনকে হত্যা করে।
এদিকে ইসরায়েলের বিরামহীন হামলার জবাবে দেশটির উত্তরাঞ্চল এবং গুরুত্বপূর্ণ শহর তেল আবিব ও হাইফা লক্ষ্য করে রকেট ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিবের উপকণ্ঠে গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। ওই এলাকায় একাধিক রকেট ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তারা জানিয়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে লেবাননের পাশাপাশি গাজায়ও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজায় আরও ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩০ জন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৪২ হাজার ৭৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৪১২ জন।