ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস সম্প্রতি টেক্সাসে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নারীর অধিকার কেড়ে নেয়ার জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা।
কামালা হ্যারিস ট্রাম্পের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যানের অতীত রেকর্ডের দিকে ইঙ্গিত করে বলেন যে, গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার প্রতি অবিশ্বাস প্রকাশকারী কোনো ব্যক্তির হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকতে পারে না। তিনি এও উল্লেখ করেন যে, একজন নেতার দায়িত্ব হচ্ছে জনগণের রায়কে সম্মান জানানো এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা। ট্রাম্পকে প্রত্যাখ্যান করে গণতন্ত্রকে রক্ষা এবং দেশের ভবিষ্যৎকে নিরাপদ রাখার আহ্বান জানান হ্যারিস।
ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস টেক্সাসে গর্ভপাতের অধিকারের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের অবস্থানকে “দুঃখজনক” বলে উল্লেখ করেন।
তিনি জানান, নারীর নিজের সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য হতে পারে না। গর্ভপাত নিষিদ্ধের কারণে টেক্সাসসহ সারাদেশের নারীরা যে ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন তার অবসান ঘটানোর অঙ্গীকার করেন হ্যারিস।
কামালা হ্যারিস অভিযোগ করেন যে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা নারীর অধিকার কেড়ে নিতে সারাদেশে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, আগামী নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ কেমন হবে। হ্যারিস স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই নির্বাচনে নারীর স্বাধীনতার ওপর সরকারের জোর জবরদস্তি চলবে কিনা, সেটি জনগণের রায়ের মাধ্যমে প্রতিফলিত হবে।
কামালা হ্যারিস দেশের মানুষের আত্মসম্মান এবং স্বাধীনতা রক্ষার প্রতীক হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, দেশের নেতা হিসেবে প্রেসিডেন্টকে অবশ্যই মানুষের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করতে হবে। হ্যারিস উল্লেখ করেন যে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে দেশের ভোটাররা ঐক্যবদ্ধ হবে।
কামালা হ্যারিস বলেন,ঘোষণা করেছেন যে, যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে গর্ভপাতের অধিকারকে আইনগতভাবে সুরক্ষিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি বলেন, কংগ্রেসের সম্মতিতে গর্ভপাতের অধিকার নিশ্চিত করার জন্য যে কোনো বিল পাশ হলে, তাতে তিনি স্বাক্ষর করবেন।
কামালা হ্যারিস অভিযোগ করেছেন যে, রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতি ব্যবহার করে রাজনীতি করছেন। তিনি বলেন, দেশের ভোটাররা খুব ভালো করেই জানেন যে, ট্রাম্পকে নির্বাচিত করলে এর ফলাফল কি হতে পারে।
কামালা হ্যারিস ট্রাম্পের স্বৈরাচারী মনোভাবের সমালোচনা করে দেশের ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের নেতার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ভোটারদের একত্রিত হতে হবে। হ্যারিস আশা প্রকাশ করেন যে, আগামী নির্বাচনে দেশের মানুষ তাদের ভবিষ্যৎ রক্ষার পক্ষে অবস্থান নেবেন এবং গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষায় ভোট প্রদান করবেন।।

next post