ম্যাক হক, শিল্পী লেখক ও গবেষক
ব্রাদারন এ ইসলাম মোহাফিউজ! প্রারম্ভে তোমার ‘বিশেষ সহকারী’ থেকে ‘অজ্ঞাত উপদেষ্টা’ প্রমোশনে আল্লাহ্পাক-এর দরবারে করি হাজারো শুকরিয়া ও তোমার জন্য রইলো অফুরন্ত মুবারকবাদ ও শুভ কামনা।
বাহ্! মারহাবা !! শাবাশ বেটা, তিন মাসে তোমার খোমা মোবারক ও স্বাস্থ্য ফুলেফেঁপে বিলকুল নাদুসনুদুস হয়ে গেছে দেখে খুবই প্রীত হয়েছি। নিশ্চয়ই তোমার ছাপার চর্বিও অনেকগুন বেড়েছে পাশাপাশি তোমার হিজবুতি সাহস-এর নমুনা ও তোমার বুকের পাটা দেখে লাখো তৌহিদী জনতা আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। একমাত্র তুমিই সাহস করতে পারলে, যা এই মুল্লুকে কোনো শালায় তোমার আগে করতে পারে নাই।
আবারো হাজার শুকরিয়া। এখন প্রশ্ন হলো, ৭১ পরবর্তী ওই ‘পেসিস্ট জালিম’ মুজিব-এর ছবি পাল্টাইতে দেরি করসো তাতে কোনো সমস্যা নাই হজরত, কিন্তু এরপর কার ছবি ওয়াল-এ টাঙ্গাইবা? তোমার ওই ‘খলিফা ইউনুচ’ যারে তোমরা ‘চাকরি’ দিসো, সে কিন্তু প্রাক্টিক্যালি ইউজলেস একটা ‘চাকর’ এবং পেয়ারে ‘খালিফা এ বাঙ্গাল’ হবার সকল যোগ্যতা ইতিমধ্যে হারিয়েছে।
এর কারণ, সে তোমার মতো ‘ডিপ ইন্টেলেকচুয়াল’ না। তুমি যেমন কথার মারপ্যাঁচ, টালটি-বাল্টি, উপরনিচ কইরা সাংবাদিকসহ পাবলিক আর বুদ্ধিবিচিদের বোকাচো বানাইয়া সাইজ কইরা ‘ফিট’ দিতেসো, তা এই দেশের ইতিহাসে কেউ আজ অব্দি দিতে পারে নাই – পারবেও না। সো, নতুন ছবিতে ‘বিপ্লবী সাত্র জনতা’ তোমারে দেখতে চাই চাই। তাড়াতাড়ি চুপ্পু ইউনুছ গং-রে লাত্থি দিয়ে তাড়াও, আর নিজেই ক্ষমতা দখল করো। তুমিই তো আমাদের ‘মাস্টারমাইন্ড’ থুক্কু ‘ব্রেইনচাইল্ড’।
তুমি না চিপার কারিগর? চুপ্পু ইউনুছ-রে চিপায় ফালাইয়া আউট কইরা দেয়া তো তোমার জন্য এই মুহূর্তের ফরজ কাজ, ওয়ান টু-র খেলা, এ পিস অফ কেক – নাকি ভুল কইলাম? এইবার লুকাইয়া ঝুকাইয়্যা না খাইল্যা খেলাটা ওপেনলি খেলো, বিপ্লবী জনতা তোমার এই ‘ডাইরেক্ট অ্যাকশন’ সরাসরি ফেইসবুক ও ইউটিউব লাইভ দেখতে না পারলে খুবই মাইন্ড খাইবো কিন্তু হুমম।
আচ্ছা ভালো কথা! ‘পেসিস্ট চুপ্পু’র কাছে তুমিও ‘শপথ বাক্য’ পাঠ করলা? এটা কি ‘বিপ্লব অভ্যুত্থান’-এর সাথে ডাইরেক্ট বেইমানি/গাদ্দারির শামিল নয়? কেন, নবী ফ্রড মাযহাব রাহমাতুল্লাহ আলাইহে যে এতকিছু সকাল বিকাল তোমারে সবক দিলো, তোমার গুন-কীর্তন গাইয়া চতুর্দিক হাউকাউ কইরা ফাটাইয়া ফেললো, তার কথাও কি তোমার একবারও ইয়াদ হইলো না? খুবই মর্মাহত!
তবে সাবধান থাইকো ব্রাদার, তোমার মুরিদান ও বেত্তমিজ গুণ্ডা বাহিনী যেন ‘পেসিস্ট’ কায়দায় আবার তোমারেই ল্যাং মাইরা ক্ষমতা দখল না কইরা বসে! ‘ইসলামী জুমহুরিয়াতুল বাঙ্গাল’-এ সবই সম্ভব, এখন সব কিছুই খুবই ইজি। ‘হইতেই পারে’
“ইসলাম ঝিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ মে”
‘এনকিলাপ ঝিন্দাবাত’!
#জয়মাতৃভূমি