ছাত্র-জনতার অভ্যুত্থানে পাওয়া বাংলাদেশের নতুন স্বাধীনতা যাদের পছন্দ হয়নি তারা দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা সেই সতেজ জাতি। যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো ৪ জন দাঁড়ায়া যায়, এখন ৪ জন না ৪০ জন দাঁড়াবে।
বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আগষ্টের ৫ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে ঐক্যবধ্যভাবে আমরা শত্রুর মোকাবিলা করেছি সেই ঐক্যের কোথাও কোন ফাটল ধরে নাই। আমরা কোন দূর্বলতা থেকে এখানে আসি নাই। স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে আমরা ৫ আগষ্ট থেকে যাত্রা করেছিলাম। সেই জাতি এখনো সজাগ আছে এবং মজবুত আছে। সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে। তারা যেন মনে না করে এই বুঝি ঠান্ডা হয়ে গেছে।
তরুণদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই সতেজ জাতি। যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো ৪জন দাঁড়ায়া যায়, এখন ৪ জন না ৪০ জন দাঁড়াবে। সেই জাতি মরে নাই। দূর্বল হয় নাই। সবল আছে। এটা সবার মনে জাগিয়ে দেওয়া যে, এই জয় ছিনিয়ে নেয়ার কোন অবকাশ কোন শক্তির নাই। যে ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক যত কিছুই করুক এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই। ডগডগ করছে। আমাদের বুকেও এগুলো ডগডগ করছে। কাজেই আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরবো।
ভারতের বিভিন্ন প্রোপাগান্ডার ইঙ্গিত প্রধান উপদেষ্টা বলেন, আমরা বারেবারে তাদের বলছি যে আপনারা এখানে আসেন দেখেন, কোনো বাধা নেই। কিন্তু না, তারা ওখান থেকেই কল্পকাহিনি বানিয়ে যাচ্ছে। এখন আমাদের সাড়া দুনিয়াকে বলতে হবে যে, আমরা এক, আমরা যেটা পেয়েছি সেটা একজোট হয়ে পেয়েছি। রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, আপনারা সবাই ভালো বোঝেন। সবাই মিলে আমরা একজোট হয়ে যেন কাজটা করতে পারি, সবাই একত্র হয়ে বললে একটা সমবেত শক্তি তৈরি হয়, এই সমবেত শক্তির জন্যই আপনাদের সঙ্গে বসা।
এর আগে, জাতীয় ঐক্যের প্রয়োজনে এদিন বিকেলে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

previous post
next post