নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংহতি সমাবেশে নিউইর্য়ক বাংলা লাইফের প্রকাশক সাংবাদিক সুলতানা রহমান অ্যামেরিকার আওয়ামীলীগ নেতাদের ক্ষোভের মুখে পড়েন।
এক পর্যায়ে তার দিকে আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা তেরে আসেন। এসময় সমাবেশে উপস্থিত মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
জাতীয় সংগীত পরিবর্তন এর দাবি , ৭১ এর শহীদির সংখ্যা নিয়ে অপপ্রচার, সংবিধান সংশোধন সহ মুক্তিযুদ্ধ বিরোধী চক্রান্তের প্রতিবাদে রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংহতি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, রাজনীতি কর্মী থেকে শুরু করে বিভিন্ন বয়সের প্রবাসীরা অংশ নেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে এসময় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সাংবাদিক সুলতানা রহমান তার বক্তব্যে বিগত বছর গুলোয় আওয়ামীলীগের ভুল গুলো নিয়ে কথা বলেন। আওয়ামীলীগের শাসনামলে সাধারন মানুষ সাংবাদিকদের আওয়ামীলীগের দালাল বলে আখ্যায়িত করছে যা একজন সাংবাদিকের জন্য অপমান কর। আওয়ামীলীগকে নিজেদের ভুল শুধরে দেশ গঠনের আহবান জানান।