সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনার মিন্ট হিলে বুধবার নির্বাচনি প্রচারণার সময় ইরান থেকে পাওয়া হত্যার হুমকি নিয়ে মন্তব্য করেন। হত্যার হুমকি দেয়া দেশকে উড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হুমকি দেয়া দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো উড়িয়ে দেয়া হবে।
ট্রাম্প অভিযোগ করেছেন যে, সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রুরা চান না তিনি আবারো হোয়াইট হাউজে প্রবেশ করেন। আগামী নির্বাচনের প্রেক্ষাপটে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, শত্রুরা চান না অ্যামেরিকা আবারো বিশ্বের নেতৃত্ব দিক।
ট্রাম্প বলেন, “দেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার হুমকি দেয় এমন একটি দেশের প্রেসিডেন্ট কিভাবে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে অ্যামেরিকা সফর করেন?” এ প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন যে, এমন অদ্ভুত পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি।
দেশে কোন কার্যকর প্রেসিডেন্ট নেই দাবি করে ট্রাম্প বলেন, দেশের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে থাকা দুই জন দায়িত্ব পালনে ব্যর্থ এবং বুদ্ধিহীন। তিনি যুক্ত করেন যে, এসব লোকজনের কারণে ইরানের মতো দেশ সাবেক প্রেসিডেন্টকে হুমকি দেয়ার সাহস পায়।
এর আগে, ট্রাম্পকে ইরানের দিক থেকে হত্যার হুমকির বিষয়ে গোয়েন্দা সতর্কবার্তা সম্পর্কে অবহিত করে রিপাবলিকান পার্টি। তাদের বিবৃতিতে বলা হয়, ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা আমেরিকাকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার উদ্দেশ্যে।
রিপাবলিকানদের এ বিবৃতির বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি ইরান সরকার।
previous post