সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইসকনসিনের প্রেইরি ডু শিনে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে “মানসিক বিকারগ্রস্ত” বলে আক্রমণ করেন। তিনি দাবি করেন যে, প্রেসিডেন্ট জো বাইডেনের মানসিক আচরণের উত্তরাধিকারসূত্রে হ্যারিস এই বৈশিষ্ট্য অর্জন করেছেন। এ সময় ট্রাম্প হ্যারিসকে “চরম অযোগ্য” বলেও অভিহিত করেন।
ডোনাল্ড ট্রাম্প শুক্রবারের নির্বাচনি সমাবেশে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের অ্যারিজোনা সীমান্ত সফর নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, হ্যারিস ও ডেমোক্র্যাটিক প্রার্থী ক্ষমতায় এলে দেশের শহরগুলো নরকে পরিণত হবে এবং অ্যামেরিকার অস্তিত্ব সংকটে পড়বে। ট্রাম্প তার বক্তব্যে হ্যারিসের অভিবাসন নীতির বিরোধিতা করে বলেছেন, তাদের প্রশাসন দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করবে।
ডোনাল্ড ট্রাম্পের রানিংমেইট, ওহাইওর সেনেটর জেডি ভ্যান্স, পেনসিলভেনিয়ায় নির্বাচনি সমাবেশে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কড়া সমালোচনা করেন। ভ্যান্স হ্যারিসের নীতিমালা এবং দক্ষতাকে আক্রমণ করে বলেছেন, তার প্রশাসনের নেতিবাচক প্রভাব মার্কিন জনগণের জন্য ক্ষতিকর হবে। সুইং স্টেট হিসেবে গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়ায় অনুষ্ঠিত এই সমাবেশে ভ্যান্স ভোটারদের আশ্বস্ত করেন যে, ট্রাম্পের প্রশাসন নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।
জেডি ভ্যান্স কামালা হ্যারিসের সাম্প্রতিক টিভি সাক্ষাৎকারের ক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বলেন, ভাইস প্রেসিডেন্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কোনও কার্যকর পরিকল্পনা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন।
ভ্যান্স বলেন, এশিয়া-ইউরোপের দেশে-দেশে যুদ্ধ-বিগ্রহ দেখা দিচ্ছে। এগুলো থামিয়ে বিশ্বকে একটি শান্তিপূর্ণ বাসস্থানে পরিণত করতে আসলেই কি সক্ষম হ্যারিস? এমন প্রশ্ন ছুড়ে দেন জিওপি এই ভিপি প্রার্থী। দাবি করেন, ডনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন, পুরো পৃথিবীর কোথাও কোন সংঘাত হয়নি।
ডেমোক্র্যাটিক প্রার্থী নির্বাচিত হওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো অ্যারিযোনার ডাগলাস সীমান্ত সফর করেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তার এই সফরকে ঘিরে বৃহস্পতিবার থেকেই তুমুল সমালোচনা করে আসছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
অবাক করা বিষয় হচ্ছে হ্যারিস ট্রাম্পের তুলনায় বয়সে অনেক নবীন হওয়া সত্ত্বেও ২০ থেকে ২৫ মিনিট নির্বাচনি সমাবেশ বক্তব্য রাখেন। অথচ প্রায় ৮০ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট ঘণ্টা খানেকের নিচে ভাষণ দেন না। যদিও বক্তব্যের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে ঘুরে-ফিরে একই কথা বলতে দেখা যায় তাকে।

next post