অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, যদি শেখ হাসিনা কোনো অপরাধ করে থাকেন, তাহলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বুধবার নিউ ইয়র্ক টাইমসের জলবায়ু বিষয়ক এক অধিবেশনে অংশ নিয়ে এই মন্তব্য করেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি যদি অপরাধ করেন, তাহলে অবশ্যই তার বিচার হবে। তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত।”
ড. মুহাম্মদ ইউনূসের আলোচনায় প্রাধান্য পায় পরিবেশ বিপর্যয়ের কারণ ও এর সংস্কার, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তবর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনাসহ সমসাময়িক নানা বিষয়।
এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস জানান, বর্তমানে বিভিন্ন খাতে সংস্কার করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। এসব সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। এসময় তিনি স্পষ্টভাবে জানান, তিনি নিজে কোনো নির্বাচনে লড়বেন না।
ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বিগত সরকার প্রতিটি খাত ধ্বংস করেছে। ফলে বাংলাদেশ এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে।” তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে গঠিত কয়েকটি কমিশন সামনের মাসগুলোতে বিভিন্ন খাতে সংস্কারের সুপারিশ দেবে। এসব প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার পরই নির্বাচনের আয়োজন করা হবে।
এসময় ড. মুহাম্মদ ইউনূস ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া নানা উদ্যোগের কথাও তুলে ধরেন।
next post