‘হোক পুরাতন, আজও নতূন’, শিরোনামে আগামী ৬ অক্টোবর ২০২৪, রবিবার জ্যামাইকা কালী মন্দিরে আয়োজিত হতে যাচ্ছে শাস্ত্রীয় রবীন্দ্র- নজরুল টপ্পা সঙ্গীতের মিলন সন্ধ্যা । পরিবেশনা করবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র সংগীত বিভাগের বিভাগীয় প্রধান বিদুষী রাজ্যশ্রী ঘোষ। সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মিলন সন্ধ্যার আয়োজক ‘ডায়াস্পোরা ইউ.এস.এ.ইনক। সহযোগীতায় থাকছে জ্যামাইকা কালী মন্দির।
previous post