তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিসহ ছয়জনকে। দীপু মনি বাদে যে ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁরা হলেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলক, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, একাত্তর টিভির শাকিল আহমেদ ও ফারজানা রুপা।
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে তেজগাঁও থানার পরিদর্শক সোহেল রানা আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তারের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন।
ফরোয়ার্ডিং প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা জানান, এরা সবাই মামলার আসামি।
এর আগেও তারা সবাই বিভিন্ন থানায় একাধিক মামলায় গ্রেপ্তার ছিলেন। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে।
গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে রমিজ (২৪) নিহত হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দীপু মনি, পলক, ইনু, মেনন, শাকিল, রুপা ও মামুনসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করেন।
previous post
next post