জিওপি স্ট্র্যাটেজিস্টরা মনে করেন, রিপাবলিকানরা একের পর এক বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে দেশের নারী ভোটারদের আস্থা হারাচ্ছেন। তারা বলেন, নভেম্বরের নির্বাচনে গর্ভপাত একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এদিকে, নারী বিদ্বেষী মন্তব্যে লাল শিবির একক সংখ্যাগরিষ্ঠ ভোটারদের দূরে ঠেলে দিচ্ছে । এই কারণে, তারা সাবেক প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেইট জেডি ভ্যান্সের ক্রমাগত লিঙ্গ বৈষম্যমূলক আচরণকে দায়ী করেছেন।
সম্প্রতি কামালা হ্যারিসের নি:সন্তান নিয়ে গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্সের কটাক্ষ অনেকেই কঠোরভাবে সমালোচনা করছেন। বলেছেন কাউকে এভাবে হেয় করার চেষ্টা নিষ্ঠুরতার শামিল। যা ভালোভাবে নিচ্ছেন না দেশের নারীরা ও নিরপেক্ষ ভোটাররা।
এমনকি কামালা হ্যারিসের স্বামী সেকেন্ড জেন্টেলম্যান ডগলাস এমহফের প্রথম স্ত্রী কার্সটিন এমহফ ক্ষোভ প্রকাশ করেছেন। কার্স্টেন এক এক্সবার্তায় বলেন, হ্যারিস তার পুরো জীবন পরিবারের জন্য কাজ করেছেন। যা তাকে নম্র করে তুলেছে।
ব্যাটেলগ্রাউন্ড স্টেইট মিশিগানের ফ্লিন্টের টাউন হলে মঙ্গলবার রাতে সঞ্চালনা করেছেন আরকানসার গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স। তিনি তার বক্তৃতায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করলেও নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা বেশ সোচ্চার ছিল।
হাকাবি বলেন, রাজনৈতিক পরিমণ্ডলের জনপ্রিয়তায় মাঝে মাঝে যে অহমবোধের জন্ম নেয়, তা বাড়িতে ফিরে সন্তানদের সান্নিধ্য পেলে কেটে যায়। কিন্তু দু:খজনক হলেও সত্য হ্যারিসের সেই সুযোগ নেই। কারণ তিনি নি:সন্তান।
রিপাবলিকান স্ট্র্যাটেজিস্টরা খোদ নারী হয়ে অন্য নারীকে হেয় করার চেষ্টাকে নিষ্ঠুরতা বলছেন।