২৪ সেপ্টেম্বর শুরু হলো দিনব্যাপী নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৪। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকিউজ হোটেলের হলরুমে শুরু হওয়া এই এক্সপোতে নিই ইয়র্কের ৮৩ এবং বাংলাদেশের ৩১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
প্রতিষ্ঠান অংশগ্রহণের বিবেচনায় এবারের আয়োজন সর্ববৃহৎ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তৃতায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন. আজ নিউ ইয়র্কে এই মেলার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের-মার্কিন অ্যামেরিকার মধ্যে ব্যবসায়িক নব দিগন্তের সূচনা হলো।

আশা করছি এটি সামনের দিনগুলোতে আরো বিস্তৃত হবে। স্বাগত বক্তব্যে গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স-এর সভাপতি ও সিইও মার্ক জেফি বলে, গত তিন বছর ধরে হওয়া এ আয়োজন বাংলা এবং ইউএসএ ব্যবসায়ীদের মধ্যে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ‘

বিশেষ অতিথি বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এ মুহূর্তে ড. ইউনূসের মতো মানুষ বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। তার বৈশ্বিক ইমেজকে কাজে লাগিয়ে অ্যামেরিকার সঙ্গে এ ব্যবসায়িক অংশীদারকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। এ নিয়ে আমাদের একত্রে কাজ করতে হবে। আর প্রয়োজন এরকম আয়োজনের।

বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গ্রেটার নিউ ইয়ার্ক চেম্বার অব কমার্স, ইউএসএ-বাংলা বিজনিস লিংক-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ এক্সপোতে অংশগ্রহণ করছে হ্যান্ডিলোম এবং হ্যান্ডিক্রাপ্ট, আইটি ও সফটওয়ার ইন্ডাস্টি, মেডিক্যাল ও ফার্মাসিউটিক্যাল, মোবাইল ও টেলিকমিউনিক্যাশন, ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, নিউট্রেশন ও বেভারেজ, চামড়া ও চামড়াজাত, এগ্রো ও এগ্রো প্রসেসিং, ফুড ও বেভাবেজ, ক্যাপিটাল মার্কেট, আবাসন, রেমিটেন্স, ট্যুরিজম এবং এনার্জি খাতের প্রতিষ্ঠানসমূহ।
এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশী পণ্য ও সেবা বিদেশে উপস্থাপনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।
আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রদর্শনী ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে সেমিনার, প্রবন্ধ উপস্থাপনসহ নানা আয়োজন রয়েছে।
অনুষ্ঠানের মার্ক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত ও অ্যামেরিকান ব্যাবসায়ীবৃন্দ বিভিন্ন স্টলে প্রদর্শিত তাদের পণ্য পরিদর্শন করেন। আয়োজনটি সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।