নিউইর্য়কের কম্যিউনিটিতে বয়স্কযারা আছেন তাদের কোন রিটায়ারমেন্ট প্ল্যান থাকে না। অনেক সময় তারা নিজ পরিবার পরিজনদের কাছে অবহেলিত হয়ে থাকেন। সেক্ষেত্রে হোমকেয়ার সার্ভিস প্রোগ্রাম খুবই উপকারি একটা প্রোগ্রাম।
হোমকেয়ার সার্ভিস -যেকোনো পেশাদার সহায়তা পরিষেবা দিয়ে থাকে। পেশাদার পরিচর্যাকারী যেমন নার্স, এসিস্ট্যান্ট এবং থেরাপিস্টরা একজন ব্যক্তির প্রয়োজনের উপর নির্ভর করে বাড়িতে গিয়ে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী যত্ন প্রদান করে থাকেন।
সম্প্রতি নিউইয়র্কবাসীর স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কনজ্যুমার ডাইরেক্টেড পারসোনাল প্রোগ্রামের (সিডিপ্যাপ) হোম কেয়ার সার্ভিস নিয়ে ব্যাপক প্রতারণা ও দুর্নীতির অভিযোগ উঠে। উদ্ভূত পরিস্থিতিতে গভর্নর ক্যাথি হোকুল নতুন একটি প্রস্তাব আনেন।
নতুন প্রস্তাব অনুযায়ী হোমকেয়ার সেবা খাতকে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়। গভর্নরের এই ঘোষণায় নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্ট হোমকেয়ার সেবাদানকারীদের বেতন ২১.০৯ ডলার নির্ধারণ করে দেয়।
এরই ধারাবাহিকতায় অলবেনী কাউন্টি ফ্যামিলি কোর্টে শুনানী হয়। শুনানীতে আইনজীবিদের যুক্তি তর্ক শুনে বিচারক বিষয়টি রিভিউয়ের জন্য সময় নেন। –
জনপ্রিয় হোম কেয়ার প্রতিষ্ঠান ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার নির্বাহী প্রধান গিয়াস আহমেদ বলেন, এই উদ্যোগের ফলে ৬৫০ এর মত হোম কেয়ার সিডি প্যাপ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। প্রচুর লোক বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বেঙ্গল হোম কেয়ারের এইচ এম জামিল বলেন, গর্ভনরের প্রস্তাবটি উদ্বেক জনক। এর বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালিয়ে যাব।