“বাংলাদেশ সোসাইটি ইনক” এর নির্বাচন আগামী ২৭ অক্টোবর। আপনাদের কল্যাণের প্রতিশ্রুতি দিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে রুহুল-জাহিদ পরিষদ।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অভিবাসী বাংলাদেশীদের কাছে দুই অতি পরিচিত মূখ রুহুল আমিন সিদ্দিকী ও জাহিদ মিন্টু। বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচনে রুহুল-জাহিদ পরিষদের প্রাণপুরুষ তারা। রুহুল আমিন সিদ্দিকী সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক ও এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী। জাহিদ মিন্টু বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সোসাইটি ইনকের এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী।
একদল দক্ষ, মেধাবী ও পরিচ্ছন্ন সংগঠকের সমন্বয়ে গঠিত রব-রুহুল পরিষদ। এতে সভাপতি হিসেবে প্রা*র্থী রুহুল আছেন রুহুল আমিন সিদ্দিকী, যিনি সংগঠনে দীর্ঘদিনের পরিচিত মুখ, বর্তমান সাধারণ সম্পা*দক। এবারের নির্বা*চনে সাধারণ সম্পা*দক পদে প্রার্থী জাহিদ মিন্টু দীর্ঘদিন কমি*উনিটি সংগ*ঠক হিসেবে কাজ করছেন। তিনি যুক্তরাষ্ট্রে “বৃহত্তর নোয়াখালী সোসাইটি”র সাধারণ সম্পা*দক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।