হোয়াইট হাউযে বুধবার আয়োজিত হিস্প্যানিক হেরিটেজ মান্থ উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, গত সাড়ে তিন বছরে তার প্রশাসন ৫ মিলিয়ন হিস্প্যানিক নাগরিকের জন্য কর্মসংস্থান তৈরি করেছে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, হিসপ্যানিক ইতিহাসই অ্যামেরিকার ইতিহাস। এই সত্যটাকে সম্মান জানাতে হবে। আইনি লড়াইয়ে জয়ী হতে পারলে পাঁচ মিলিয়নের বেশি হিসপ্যানিকের শিক্ষাঋণ মওকুফের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেন অ্যামেরিকায় জাতি গঠনে এবং দেশের অর্থনীতিতে হিস্প্যানিকদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, হিস্প্যানিকদের ঐতিহ্য রক্ষা এবং শিক্ষার সুযোগ উন্নত করার লক্ষ্যে তার প্রশাসন কমিউনিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “হিস্প্যানিক কমিউনিটির অর্থনীতিকে গতিশীল করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।” তিনি অভিবাসীদের গুরুত্ব তুলে ধরে মন্তব্য করেন যে, “অভিবাসীরাই অ্যামেরিকার প্রাণ,” এবং তারা দেশের জন্য কোনো নেতিবাচক প্রভাব ফেলেন না। বাইডেন আরও বলেন, তার প্রশাসন হিস্প্যানিকদের সঙ্গে নিয়ে দেশের ইতিহাস গড়তে চায়।
প্রেসিডেন্ট জো বাইডেন অর্থনীতির শক্তিশালী অবস্থানের কথা উল্লেখ করে আমেরিকার ভবিষ্যত নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
previous post