ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে জো বাইডেনের সামনে একটি ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন। এ পরিকল্পনার মাধ্যমে যুদ্ধের একটি টেকসই সমাধান খোঁজার চেষ্টা করা হবে। রাশিয়ার ক্রেমলিন গত সোমবার জানায়, ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা উন্মুক্ত করা হলে তারা তা পর্যালোচনা করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল রোববার স্থানীয় সময় অ্যামেরিকায় পৌঁছেছেন। সেখানে তিনি রাশিয়ার সঙ্গে আড়াই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর জন্য কিয়েভের পরিকল্পনা তুলে ধরবেন।
জেলেনস্কি প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি জাতিসংঘের সাধারণ সমাবেশে বক্তব্য রাখবেন, যেখানে তিনি ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এবং সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আহ্বান করবেন।
জেলেনস্কির পক্ষ থেকে তাঁর বিজয় পরিকল্পনা নিয়ে জনসমক্ষে এখনও কিছু জানানো হয়নি। তিনি জানিয়েছেন, বাইডেনকেই প্রথম এই পরিকল্পনার বিস্তারিত তথ্য দেখাবেন। এছাড়া, বন্ধুদেশগুলোর নেতাদেরও এই পরিকল্পনা দেখানোর কথা বলেছেন জেলেনস্কি।
পুরো গ্রীষ্মজুড়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলেছে, যেখানে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে দ্রুত অগ্রসর হয়েছে। অন্যদিকে, কিয়েভ রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ দখলে রেখেছে। ইউক্রেন কয়েক সপ্তাহ ধরে পশ্চিমাদের চাপ দিয়ে আসছে রাশিয়ার ভেতরে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেওয়ার জন্য। তবে এখন পর্যন্ত এর কোন সুফল পাওয়া যায়নি। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় বাইডেনের মনোভাব বদলের চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে।
জেলেনস্কির পক্ষ থেকে ওয়াশিংটন ও অন্যান্য পশ্চিমা মিত্রদের কাছে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান থাকতে পারে, যাতে মস্কোকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা যায়।
ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন, জেলেনস্কির নতুন পরিকল্পনায় একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব থাকতে পারে। এই সম্মেলনে রাশিয়াকেও আমন্ত্রণ জানানো হবে, যেখানে উভয় পক্ষের মধ্যে সংঘাত সমাধান নিয়ে আলোচনা হতে পারে।
জেলেনস্কির উদ্যোগ নিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা মনে করি, গণমাধ্যমে আসা প্রতিবেদন নিয়ে কথা বলা ঠিক নয়। যদি সরকারি কোনো উৎস থেকে তথ্য পাওয়া যায়, তবে তা খতিয়ে দেখা হবে। এখনো এ নিয়ে পরস্পরবিরোধী ও অবিশ্বস্ত তথ্য রয়েছে। আমরা এ বিষয়ে সতর্ক আছি।’
previous post